শরণখোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরণখোলা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাওলানা মুহাম্মদ ছরোয়ার হোসাইন বাদল সভাপতি ও মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড়ে একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন শরণখোলা উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুজ্জামান মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর।
বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা মোস্তফা আমীন, নায়েবে আমীর ডাঃ ফজলুর রহমান।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ওবায়দুল হক সেলিম, মাওলানা মুহাম্মদ ছরোয়ার হোসাইন বাদল, সাইফুল ইসলাম, মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদ প্রমূখ। সম্মেলন শেষে মাওলানা মুহাম্মদ ছরোয়ার হোসাইন বাদল সভাপতি ও মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের শরণখোলা উপজেলা শাখা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি নির্বাচিত হয়।