বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অমিত
আ’ লীগের কাউকে দলে আশ্রয় দিলে বিএনপি নেতাদের বহিস্কার
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আওয়ামী লীগের সুবিধাভোগী কাউকে বিএনপিতে আশ্রয় দেয় হবেনা। আওয়ামী লীগের সুবিধাভোগীদের বিএনপিতে আশ্রয় দেয়ার সাথে জড়িতদের নেতাদের দল থেকে বহিস্কার করা হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপির সাংগঠনিক সভায় কেন্দ্রীয় বিএনপি নেতা অমিত এসব কথা বলেন। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাগেরহাটে সম্মেলনের মাধ্যমেই বিএনপির ওয়ার্ড থেকে জেলা কমিটি গঠন সম্পন্ন করতে হবে বলেও জানান তিনি।
শুক্রবার বিকেলে বাগেরহাট আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক ও উল্মুক্ত বিশ্ব বিদ্যায়য়ে ভিসি ড. অধ্যাপক ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির গবেষনা সম্পদক কৃষিবিদ শামিমুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম,বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, শেখ শমশের আলী মোহন, খাদেম নেয়ামুল নাসির আলাপ প্রমুখ।