গাইবান্ধায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা তথ্য অফিস আয়োজনে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষক,ছাত্র, চাকুরীজীবি, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণরা অংশগ্রহণ করেন।
গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিইউকে রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ
জহুরুল কাইয়ুম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,মাদকদ্রব্য অধিদপ্তর গাইবান্ধা’র উপ-পরিচালক শাহ-নেওয়াজ, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মাজহারউল মান্নান,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সত্যরনজন সাহা, বিআরটিএ গাইবান্ধা’র সহকারী পরিচালক রবিউল ইসলাম, ছাত্র সমাজের প্রতিনিধিসহ অন্যান্যরা।
এ সভায় বক্তারা বলেন, তরুণদের মেধা ও দক্ষতার সঠিক ব্যবহার করলে দেশ ও জাতি সঠিক পথে এগিয়ে যাবে। দুর্নীতি প্রতিরোধ এবং কর্মমুখী শিক্ষার প্রসার করা গেলে তারুণ্যের শক্তিকে আরো কার্যকরভাবে কাজে লাগানো যাবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমেদ আবীর।