সংবাদ শিরোনাম ::
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ বাগেরহাটে বিক্ষোভ
আবু হানিফ, বাগেরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবীতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শহরের নূর মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিশেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে পথসভায় বক্তব্য রাখেন, বাগেরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম সরদার, আরমান শিকদার, নিহান মিনা প্রমুখ।