ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রক্তাক্ত ফুটবল মাঠ, সংঘর্ষে ১০০ সমর্থকের মৃত্যু

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবার রক্তাক্ত ফুটবল মাঠ। গিনির এনজেরেকোরে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০০ সমর্থকের মৃত্যু হয়েছে। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের  সূত্রপাত হয়। এরপর তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।

সোমাবার (২ ডিসেম্বর) সংবাদ সংস্থা এএফপি জানায়, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হচ্ছে না। তবে হাসপাতালের মর্গ মৃতদেহে ভরে গেছে। হাসপাতালের মেঝেতে সারি সারি মরদেহ শোয়ানো। সেখানকার এক চিকিৎসক জানান, অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।

সমাজমাধ্যমে ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যেই সংঘর্ষ হচ্ছে। পরে তা মাঠের বাইরেও ছড়িয়ে পড়ছে। মাঠে প্রচুর মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে ভিডিয়োতে। মাঠে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সূত্রপাত। মাঠে বেশ কয়েক জন সমর্থক ঢুকে পড়েন। তার পরে দু’দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তা ক্রমেই বড় হয়ে যায়। উত্তেজিত জনতা এনজেরেকোর থানায় আগুন ধরিয়ে দেয়।

গিনির জুনটা নেতা মামাদি দৌমবৌয়াকে সংবর্ধনা দিতে এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। ২০২১ সালে জোর করে গিনির ক্ষমতা দখল করেছিলেন মামাদি। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন তিনি। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী বছর মামাদি প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে ফুটবল খেলাকে কেন্দ্র করে হল সংঘর্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রক্তাক্ত ফুটবল মাঠ, সংঘর্ষে ১০০ সমর্থকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

আবার রক্তাক্ত ফুটবল মাঠ। গিনির এনজেরেকোরে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০০ সমর্থকের মৃত্যু হয়েছে। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের  সূত্রপাত হয়। এরপর তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।

সোমাবার (২ ডিসেম্বর) সংবাদ সংস্থা এএফপি জানায়, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হচ্ছে না। তবে হাসপাতালের মর্গ মৃতদেহে ভরে গেছে। হাসপাতালের মেঝেতে সারি সারি মরদেহ শোয়ানো। সেখানকার এক চিকিৎসক জানান, অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।

সমাজমাধ্যমে ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যেই সংঘর্ষ হচ্ছে। পরে তা মাঠের বাইরেও ছড়িয়ে পড়ছে। মাঠে প্রচুর মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে ভিডিয়োতে। মাঠে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সূত্রপাত। মাঠে বেশ কয়েক জন সমর্থক ঢুকে পড়েন। তার পরে দু’দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তা ক্রমেই বড় হয়ে যায়। উত্তেজিত জনতা এনজেরেকোর থানায় আগুন ধরিয়ে দেয়।

গিনির জুনটা নেতা মামাদি দৌমবৌয়াকে সংবর্ধনা দিতে এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। ২০২১ সালে জোর করে গিনির ক্ষমতা দখল করেছিলেন মামাদি। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন তিনি। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী বছর মামাদি প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে ফুটবল খেলাকে কেন্দ্র করে হল সংঘর্ষ।