সংবাদ শিরোনাম ::
চরমপন্থী নেতাকে গলা কেটে হত্যা
মাসুদ রানা , পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় বকুল মিয়া (৪৫) নামে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বকুল ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশনের ছেলে।
রোববার (২৪ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি স্কুলের কাছে রাস্তার উপর এ ঘটনা ঘটে।
এ সময় বকুলের ভাতিজা আলেপ হোসেনকেও (২৫) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে।
ঘটনাস্থল থেকে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, বকুল মিয়া একজন চরমপন্থি দলের সদস্য। তাদের কোন অভ্যন্তরীন কোন্দল বা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে মনে হচ্ছে। তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।