সোনারগাঁয়ে কারখানায় বিস্ফোরণ, ১১ শ্রমিক দগ্ধ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা গ্রুপের একটি অ্যারোসল ও এয়ারফ্রেশনার কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলো, বিপ্লব, আরিফ, হাসান, শাওন, হোসাইন, চঞ্চল, তামজিদ শেখ, তন্ময়, নুর ইসলাম এবং আল আমিন।
জানা যায়, সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে অ্যারোসল ও এয়ারফ্রেশনার তৈরির কাজ করছিলেন। তখন হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১১ জন শ্রমিক দগ্ধ হন। দগ্ধদেরকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।
বসুন্ধরা পেপার মিল ইউনিট-১ এর সিকিউরিটি ইনচার্জ মোর্শেদ আলম জানান, রোববার সকালে কারখানার ভিতরে এয়ারফ্রেশনারের বোতলে গ্যাস ভর্তির সময় ছোট একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১ শ্রমিক দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতা ছাড়াই ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।