সংবাদ শিরোনাম ::
রাজধানীতে অটোরিকশা চালকদের বিক্ষোভ, ব্যাহত যান চলাচল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর সাইন্সল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুরের বসিলা ও শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। রোববার (২৪ নভেম্বর) সকালে বিক্ষোভ শুরু করেন তারা।
সড়ক অবরোধ করে বিক্ষোভের ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েন অনেক মানুষ। অনেককে পায়ে হেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।
উল্লেখ্য, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেয়া রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন চালকরা। সড়কে অটোরিকশা চলতে দেয়ার দাবি করছেন তারা।
গত ১৯ নভেম্বর তিনদিনের মধ্যে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি অটোরিকশা বন্ধে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন হাইকোর্ট। এরইমধ্যে এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ।