আর যেন দেশ কোন লুটেরাদের রাজত্বে চলে যেতে না পারে
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা বলেছেন, আর যেন দেশ কোন লুটেরাদের রাজত্বে চলে যেতে না পারে। আর কোন ফ্যাসিবাদ যেন বিষবৃক্ষ হয়ে উঠতে না পারে। তাই কবিদেরকে সত্যের পক্ষে প্রতিবাদী হয়ে থাকতে হবে। একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র, সুন্দর সমাজ বিনির্মানে কবিরা সাহসী ভূমিকা রাখতে পারে।
(২৩ নভেম্বর) শনিবার সন্ধায় জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর জেলা সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি শাহীন রেজা এসব কথা বলেন।
জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা। বিশেষ অতিথি ছিলেন কবিতা পরিষদের কেন্দ্রীয় সদস্য কবি ও অভিনেতা শ্যামল জাকারিয়া ও এবিএম সোহেল রশীদ।
অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. মোঃ সালাহউদ্দিন শরীফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান।
আলোচনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ সভাপতি আবুল হাসেম ও জাসাস জেলা সভাপতি ড্যানি চৌধুরী শাকিক।
প্রধান অতিথি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা এ সময় গাজী গিয়াস উদ্দিন কে সভাপতি এবং মুরাদ আল হাসান চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট জাতীয় কবিতা পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদী কবিতা পাঠ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় কবিবৃন্দ। তার মধ্যে ছিলেন, কবি মোরশেদ আলম হাওলাদার, কাউছার বিন জামান, রিয়াজুল ইসলাম জাকির, হাসিনা আক্তার, সোলায়মান চৌধুরী, হোসনে আরা কানন, শাহরিয়ার শাহাদাত, মোঃ ইব্রাহীম, জামাল হোসেন রাজু, হোসেন আহমেদ জান, ফারহানা আক্তার দৃষ্টি, ওমর ফারুক পাটোয়ারী, বাসুদেব পোদ্দার, মোঃ হাসান উদ্দিন প্রমুখ।