কালব-এর ত্রিবার্ষিক নির্বাচনে চেয়ারম্যান আবুল হাসান, সেক্রেটারি হাসানুজ্জামান নির্বাচিত
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(কালব)-এর ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩.১১.২৪) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত জি এম পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।বিকেল ৫ টায় ফলাফল ঘোষণা হয়।
এতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক খন্দকার আবুল হাসান মিলন। ছাতা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫১। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সহকারী অধ্যাপক ওয়াহেদুন নবী নয়ন পেয়েছেন ১০৭ ভোট। ৩য় প্রতিদ্ব›দ্বী শিক্ষক একরামুল হক ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬১। সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক মো.হাসানুজ্জামান।দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৮৯। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ প্রভাষক আফরোজ জাহান সেতু। তিনি ভোট পেয়েছেন তালাচাবি প্রতীক নিয়ে ১৭৫। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী পিয়ারা পারভীন মোমবাতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৪৪।
ট্রেজারার পদে জগন্নাথ চন্দ্র রায় ট্রাক প্রতীক নিয়ে ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শিক্ষক বেলাল হোসেন আম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৪৮। ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন দয়াল সরকার। কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৪৯। ডিরেক্টর পদে মোয়াজ্জেম হোসেন মই প্রতীক নিয়ে ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শিক্ষক শাহানুর আলম মাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১২৯।
সেক্রেটারি পদে নির্বাচিত সহকারী অধ্যাপক মো.হাসানুজ্জামান বলেন, ভোটে নির্বাচিত হয়ে ভালো লাগছে। ভোটারদের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি।
চেয়ারম্যান পদে নির্বাচিত প্রধান শিক্ষক খন্দকার আবুল হাসান মিলন বলেন,আগেও নির্বাচিত ছিলাম। এবারও ভোটাররা ভোট দিয়ে সংগঠনের প্রতি দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।তাদের আশার প্রতিফলন কাজের মাধ্যমে দেব ইনশাল্লাহ।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. মাজহারুল ইসলাম জানান,আমার সাথে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে সহযোগিতায় ছিলেন রবীন্দ্রনাথ ও বেনজির আহমেদ। তিন বছর মেয়াদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৩১। ভোট পড়েছে ৩২৮। নির্বাচন পরিচালনা কমিটির তত্ত¡াবধানে ছিলেন জেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদ,‘কালব’ দিনাপুরের জেলা ব্যবস্থাপক অরুন কুমার।তাঁরা বলেন,ভোট অসম্ভব সুন্দর,সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।