মাদকের বিরুদ্ধে অলিখিত জিহাদ ঘোষণা করেছেন যশোরের এসপি জিয়া উদ্দিন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
যশোরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহমেদ মাদকের বিরুদ্ধে অলিখিত জিহাদ ঘোষণা করেছেন।
আর এই অলিখিত জিহাত কে বাস্তবায়ন করতে আজ ২৩ নভেম্বর( শনিবার) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ আবুল বাশার ও অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জুয়েল ইমরানের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এ সময় কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক, যশোর সদর , চাচড়া,কসবা ও উপশহর পুলিশ ফাঁড়ি আইসি সহ অর্ধশতাধিক পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জুয়েল ইমরান জানান, পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ স্যার যশোরে মাদকের বিরুদ্ধে অলিখিত জিহাদ ঘোষণা করেছেন। আর মাদককে উচ্ছেদ করতে আজকে আমাদের এই অভিযান। অভিযানে আমরা মাদক উদ্ধার করতে না পারলেও শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এ সময় মাদক সেবনের সর্জামসহ বিভিন্ন কারণে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল বেজপাড়া নলডাঙ্গা রোডের নূর মোহাম্মদের ছেলে এসকেন্দার আলী( ৫০), শোয়েব মুন্সী, হাসান আব্দুল্লাহ (৪০)ও জসিম( ২৮)।
জুয়েল ইমরান বলেন, শহরের কেন্দ্র বাস টার্মিনাল হরিজন পল্লী, বেজপাড়া, শংকরপুর, খালধার রোড, রেলস্টেশন, রায়পাড়া, তুলাতলা, গাড ওয়ান পট্টি সহ বিভিন্ন জায়গায়। এক প্রশ্নের জবাবে জুয়েল ইমরান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।