পার্বত্যাঞ্চলের তিন গুণী সাংবাদিককে সংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
পার্বত্যাঞ্চল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার তিনজন প্রবীণ গুণী সাংবাদিকদের সংবর্ধনা প্রদান ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের অন্তর্বতীকালীন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুণী সাংবাদিক সংবর্ধনা পেলেন রাঙামাটির দৈনিক গিরি দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ.কে.এম. মকছুদ আহমেদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তর্বতীকালীন সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্য ও বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া।
খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক পার্বত্য জেলা রাঙ্গামাটি’র এ. কে. এম. মকছুদ আহমেদ।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের অন্তর্বতীকালীন কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর সাবেক চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এসময় দৈনিক গিরি দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ. কে. এম. মকছুদ আহমেদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তর্বতীকালীন সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তর্বতীকালীন কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মজুমদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন আবছার, জেলা শাখার বাংলাদেশ জামায়েত ইসলামী আমীর সৈয়দ আব্দুল মোমেন, জেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলার কর্মরত সাংবাদিক, আট উপজেলার প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ দায়িত্বরত সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথি ও গুণী সাংবাদিকদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান খাগড়াছড়ি প্রেস ক্লাবের অন্তর্বতীকালীন কমিটির সদস্যরা। এছাড়া আট উপজেলার সাংবাদিকদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়ার শারীরিক অসুস্থার কারণে তিনি উপস্থিত ছিলেন না।
দুপুরে সাধারণ সভা শেষে ২৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি প্রেসক্লাব কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্য ও বাংলাভিশন জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল।