সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তিতে জেলা প্রশাসনের সম্মাননা প্রদান
‘একজন গুণি ব্যক্তিকে যথাযথ সম্মাননা জানানো সবার কর্তব্য’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
একজন গুণি ব্যক্তিকে যথাযথ সম্মাননা জানানো সবার দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এ.কে.এম মকছুদ আহমেদ পাহাড়ে সাংবাদিক জগতের একটি উজ্জ্বল নক্ষত্র। তার হাত ধরে পার্বত্য অঞ্চলের অনেক সাংবাদিক উঠেছে বলে আমরা জেনেছে। তিনি ৫৫ বছর আগে সাংবাদিকতা শুরু করেছেন অনেক চ্যালেঞ্জ নিয়ে। তাই পাহাড়ের উজ্জল নক্ষত্র এ.কে.এম মকছুদ আহমেদকে প্রশাসনের পক্ষ থেকে উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।
বুধবার (২০ নভেম্বর) পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতার ৫৫ বছর পূর্তি উপলক্ষে নিজস্ব কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের দেয়া সম্মাননা স্মারক ও শুভেচ্ছা প্রদানকালে এসব কথা বলেন তিনি।
সম্মাননা স্মারক ও শুভেচ্ছা প্রদানের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ শামিম হোসেন।এসময় রাঙ্গমাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মনসুর আহমেদ, প্রেস ক্লাবের সদস্য মিল্টন বাহাদুর, সাংবাদিক মনু মারমা প্রমুখ।
এসময় পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ বলেন, সবার দোয়া আর আল্লাহর অশেষ রহমত না হলে ৫৫ বছর পুরণ করতে পারতাম না। আমার সাংবাদিকতার জীবনে পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, যোগাযোগসহ পাহাড়ের মানুষের বিভিন্ন সমস্যা নিহ্নিত করে সংবাদ প্রচার করতে চেষ্টা করে গেছি, বর্তমানেও করে যাচ্ছি। তবে কতটুকু সফল হয়েছি জানিনা। জনগণের আর্শিবাদ ও ভালোবাসা নিয়ে এখনো বেঁচে আছি। সকলের সহযোগিতা এবং আল্লাহর উপর অশেষ রহমনের উপর নির্ভর করে চলছি। আজ জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাকে যে সম্মান প্রদান করেছে তা কৃতজ্ঞতা সাথে সারা জীবন মনে থাকবে।