সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাগদা ফার্ম অস্থায়ী কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উপদেষ্টা আব্দুল মজিদ শেখের সভাপতিত্বে শুরু হয়।
প্রথম অধিবেশনের আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাত, জাতীয় আদিবাসী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাশ, কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম। আলোচনা সভার সঞ্চালনা করেন মোহালাইল ইসলাম প্রধান।
আলোচনা সভা শেষে প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা আরিফুল ইসলাম মিজান।
তিনি তার বক্তব্যে বলেন, বিগত কমিটির মেয়াদ অতিক্রান্ত হওয়ায় আমরা বর্তমান কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা আহবান করি। উক্ত সভায় পূর্বের কমিটির সভাপতি বার্নাস টুডু তার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে সকলের সম্মতিক্রমে গণেশ মুর্মুকে ভারপ্রাপ্ত সভাপতি এবং অসুস্থতা জনিত কারনে দায়িত্ব পালনে অপারগ দপ্তর সম্পাদক ভবেন মার্ডির স্থলে বিমল বেসরাকে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক নিযুক্ত করে কমিটির কার্যক্রম স্বাভাবিক পরিচালনা করে আসছি। পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে গত ২১ অক্টোবর কমিটির সাধারণ সভায় সকলের সিদ্ধান্তক্রমে সাবেক সভাপতি বার্নাবাস টুডুকে অব্যহতি দেওয়ার পাশাপাশি ভারপ্রাপ্ত কমিটির নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভা আহবান ও প্রস্তাব করা হয়। এর ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর সাধারণ সভায় সর্ব সম্মতি প্রস্তাবে বিগত কমিটিকে বিলুপ্ত করে সকল সাধারণ সদস্যদের আহবানে ও তাদের মতামতের পরিপ্রেক্ষিতে সংগঠনের কার্যক্রম যাতে ব্যহত না হয় সে লক্ষ্যে গত ২ নভেম্বর কমিটির সাধারণ সভায় সকলের প্রস্তাবে সংগঠন পরিচালনায় খসড়া কমিটি প্রনয়ণ করা হয়। ইতিপূর্বে প্রকাশিত ভারপ্রাপ্ত কমিটির দায়িত্বে থাকাকালীন সময়ে তৎকালীন সহ-সভাপতি আজমল হোসেন ও প্রচার সম্পাদক আতাউর রহমান সাবু চলমান কমিটির সাংগঠনিক কার্যক্রম ও কর্মসূচী বাস্তবায়নে অসহযোগিতাসহ সংগঠন বিরোধী কাজে জড়িত থাকায় উভয়কে কমিটি হতে বাদ দেওয়ার প্রস্তাবে সর্ব সম্মতি সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে বর্তমানে অত্র কমিটি সংগঠন ও সকল জনগোষ্ঠীর ন্যায্য দাবি প্রতিষ্ঠায় আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে মেয়াদ উত্তীর্ণ কমিটির স্থলে পূর্নাঙ্গ কমিটি প্রনয়ণ ও প্রকাশিত হলো। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রশাসন ও সাংবাদিকদের নতুন কমিটির বিষয়ে অবগত করা হলো।
পরে দ্বিতীয় অধিবেশনে ৩ বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট একটি সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ঘোষণা করেন রাফায়েল হাসদা। নতুন কমিটিতে সভাপতি পদে মি. গনেশ মুর্মু ও সাধারণ সম্পাদক পদে জাফরুল ইসলাম প্রধানের নাম ঘোষণা করা হয়।