যশোরে কর্মব্যস্ত দিন পার করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু জাফর
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
যশোরে কর্মব্যস্ত দিন পার করলেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক (ডিজি)অধ্যাপক ডাক্তার আবু জাফর।
আজ ২১ নভেম্বর (বৃহস্পতিবার) দিনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লার বাড়ি পরিদর্শন করেন শার্শায়।সেখানে আব্দুল্লাহর কবর জিয়ারত শেষে পরিবারের খোঁজখবর নেন। সকাল ১০ টায় যশোর জেনারেল হাসপাতাল পরিদর্শন এবং মতবিনিময় করেন।
বেলা ১২টা দিকে যান চৌগাছা মডেল স্বাস্থ্য পরিদর্শন এবং ডাক্তারদের সাথে মতবিনিময় করেন।
অনন্ত বিকেলে যশোর সার্কেট হাউসে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বিনিময় করেন।
এ সময় ডিজি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আমি চেয়ারে বসতে পেরেছি। ছাত্ররা বলিষ্ঠ ভূমিকা রাখায় নিহতদের তালিকা চলছে আহতের সংখ্যা ২২ হাজার এখন কমে দাঁড়িয়েছে ১৫ হাজারে। তবে আহতদের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। অনেকে নিজ নিজ উদ্যোগে চিকিৎসা সেবা নিয়েছেন।
তাদের তালিকা করার জন্য প্রতিটি জেলার জেলা প্রশাসক সভাপতি এবং সদস্য সচিব জেলার সিভিল সার্জন সহ কমিটি করা হয়েছে। কমিটি আহত এবং নিহতদের তালিকা করছেন।
এই ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের ঋণ শোধ হবার নয় করও যাবে না। তবে যথাযথভাবে মূল্যায়ন না করলে জাতির ঋণে থাকবেন।
ঢাকায় এবং ঢাকার বাইরে আহতদের মধ্যে এখনো ২শ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ৬জনকে উন্নত চিকিৎসা সেবা দিতে দেশের বাইরে পাঠানো হয়েছে। আরো ২০-২৫ জনকে পাঠানো হবে বিদেশে উন্নত চিকিৎসা সেবা দিতে । এই আহতদের মধ্যে কারোর দুই হাত, পা -চোখ নেই অন্ধ । অথচ দেশের জন্য আন্দোলন করে তাদের মুখে এখনো হাসি, হাসি মুখে কথা বলে।
ডাক্তারা হাসিমুখে কথা বলে চিকিৎসা সেবার মান বাড়িয়ে অর্জনকে কাজে লাগাতে হবে।
আলোর যত উজ্জ্বলতা ছড়াবে অন্ধকার ততো দূরে সরে যাবে।
মতবিনিময় সবায় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডাক্তার আবু হোসেন মো.মইনুল আহসান, খুলনা বিভাগীয় পরিচালক ডা.মো.মনজুরুল মুরশিদ,যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.এইচ এম আহসান হাবীব, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হারুন অর রশিদ, জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ড্যাব সভাপতি ডা.ফারুক এহতেশাম, ড্যাব নেতা ডাক্তার ওবায়দুল কাদের উজ্জ্বল প্রমখ।