তারুণ্য নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে টাঙ্গাইল জেলা তথ্য অফিসের মত বিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় ‘তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে’ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের হলরুমে ২০ নভেম্বর বুধবার এ সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত। টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. বজলুর রহমান। মত বিনিময় সভায় বিষয় ভিত্তিক ধারণাপত্র পাঠ করেন বিবেকানন্দ হাই এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আলী হায়াত। বক্তারা বাংলাদেশের অতীত ইতিহাস তুলে ধরেন। ছাত্র জনতার আন্দোলনের কথাও তাদের বক্তব্যে উঠে আসে। তারুন্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীদের সমান ভাবে এ গিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন তারা। অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, তরুন সংগঠক, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ ৩৫০ জন অংশ গ্রহণ করেন।