পলাশবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার পলাশবাড়ী আমলাগাছী স্কুল মাঠে
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকালে এ ফাইনাল খেলায় পলাশবাড়ী ওয়ান স্টার ফুটবল কোচিং একাডেমি একাদশ ও আমলাগাছী স্পোর্টিং ক্লাব এর খেলায়
আমলাগাছী স্পোর্টিং ক্লাব একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পলাশবাড়ী ওয়ান স্টাের ফুটবল কোচিং একাডেমি।
ফাইনাল খেলার প্রধান আকর্ষণ ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সকিউটিভ চিত্রনায়ক আমিন খান। তাকে দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধদের সমাগম ঘটে।
বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আমিরুল ইসলাম এন্টারপ্রাইজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম,ওয়ালটনের ডিভিশনাল সেলস ম্যানেজার মওদুদ পারভেজ মামুন,এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস) শহীদুজ্জামান রানা উপস্থিত ছিলেন।
চিত্রনায়ক আমিন খান বলেন,আমরা ওয়ালটন থেকে বাংলাদেশের খেলাগুলোকে স্পন্সর করার সিদ্ধান্ত নিয়েছি একটিই কারণ,যেন তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকে। যত তারা খেলাধুলা করবে,খেলার মাঠে থাকবে,ততই তারা মাদক থেকে দূরে থাকবে। একমাত্র খেলাধুলাই পারে এই প্রজন্মকে সুন্দর রাখতে এবং সুন্দর ভবিষ্যত গড়তে। এজন্য ওয়ালটন ব্যবসার পাশাপাশি সারা বাংলাদেশের খেলাধুলার স্পন্সর করে যাচ্ছে। এটি সারা বছরব্যাপী চলমান থাকবে।