সাংবাদিক আজগর আলীর বাবা মারা গেছেন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সা. সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মো. আজগর আলীর পিতা রিয়াজ উদ্দিন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।তার বাড়ি উপজেলার শিবনগর ইউপি’র নুরপুর গ্রামে। তিনি ব্রেইন স্ট্রোক করে অসুস্থ থাকাবস্থায় সোমবার (১৮ নভেম্বর) রাত ২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বাদ আছর নুরপুর গ্রামের ধানের চাতাল মাঠে জানাজা শেষে সেখানকার সম্মিলিত কবর স্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনছুর আলী সরকার, দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম, দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক সচিব অধ্যাপক মো.আমিনুল হক সরকার, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন,সাবেক মেয়র শাহজাহান আলী সরকার, সাবেক মেয়র মুর্তজা সরকার মানিক।
আরও শোক জানিয়েছেন- ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আমার চাঁদগুপ্ত অপু ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক মো. আল হেলাল, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি কোরবান আলী, বিরামপুর প্রতিনিধি মোরশেদ মানিক।