ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে কৃষি প্রণোদনা বিতরণ

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহানসহ বিভিন্ন ইউনিয়নের বিএস ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১১ হাজার ৭৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন, পেঁয়াজ খেসারি, অড়হড়, হাইব্রিড ধান, মুগ ও মসুর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলার প্রণোদনা ভূক্ত চাষীরা জানান, সরকার প্রণোদনা দেয়ায় বিভিন্ন ফসল উৎপাদনের জন্য বীজ ও সার তাদের কেনা লাগছে না। এতে তারা বেশি বেশি ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, কৃষি প্রণোদনা পেয়ে উপজেলার কৃষকরা ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে আরও বেশি উৎসাহিত হচ্ছেন। প্রণোদনা পাওয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের উৎপাদন খরচ কমছে। অপরদিকে বাড়ছে খাদ্যশস্যসহ বিভিন্ন প্রকার ফসলের উৎপাদন। সরকারের এই উদ্যোগকে কৃষকরা স্বাগত জানিয়েছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোবিন্দগঞ্জে কৃষি প্রণোদনা বিতরণ

সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহানসহ বিভিন্ন ইউনিয়নের বিএস ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১১ হাজার ৭৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন, পেঁয়াজ খেসারি, অড়হড়, হাইব্রিড ধান, মুগ ও মসুর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলার প্রণোদনা ভূক্ত চাষীরা জানান, সরকার প্রণোদনা দেয়ায় বিভিন্ন ফসল উৎপাদনের জন্য বীজ ও সার তাদের কেনা লাগছে না। এতে তারা বেশি বেশি ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, কৃষি প্রণোদনা পেয়ে উপজেলার কৃষকরা ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে আরও বেশি উৎসাহিত হচ্ছেন। প্রণোদনা পাওয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের উৎপাদন খরচ কমছে। অপরদিকে বাড়ছে খাদ্যশস্যসহ বিভিন্ন প্রকার ফসলের উৎপাদন। সরকারের এই উদ্যোগকে কৃষকরা স্বাগত জানিয়েছেন বলেও জানান তিনি।