টাঙ্গাইলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি খালেক, সম্পাদক মোস্তফা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদেক আহম্মদ খান। অতি দ্রুত সময়ের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দেন তিনি।
(১৬ নভেম্বর) শনিবার জেলা অ্যাডভোকেট বার সমিতির অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস আহমেদ আযম খান।
সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত। জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহম্মদ খান, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।