তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
শীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। মাঝরাত থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক।
শনিবার (১৬ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার (১৬ নভেম্বর) সকাল ছয়টায় ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের জেলা পঞ্চগড়ে শ্বেত শুভ্র কুয়াশার চাদর নিয়ে শীতকে আহবান জানাচ্ছে হেমন্ত। দিনে উত্তাপহীন ঝলমলে রোদ থাকলেও ভোর থেকে সকাল পর্যন্ত শ্বেতশুভ্র ভূষণে ঢাকা থাকছে গোটা জেলা। আমন ধান ক্ষেত আর সবুজ ঘাসের পাতায় জমে থাকা শিশির বিন্দুর বর্ণিল দৃশ্য নিয়ে উদিত রাঙা সকালে ভারী যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।
স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন থেকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলছে। একই কারণে রাতে বেশ ঠাণ্ডা অনুভূত হওয়ায় গায়ে মোটা কাপড় ব্যবহার করছেন তারা।
এদিকে ঋতুর পালাবদলে প্রকৃতি তার আপন সৌন্দর্য ফুটিয়ে তুললেও জেলার শিশু ও বৃদ্ধদের অনেকেই আক্রান্ত হয়েছে ঠাণ্ডাজনিত রোগে। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী বর্হিবিভাগে চিকিৎসা পরামর্শের জন্য আসে।