জয়পুরহাটে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা ঘটনায় গ্রেপ্তার ২
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
জয়পুরহাট শহরের হাতিল মাংনীপাড়া এলাকায় সড়কের পাশ থেকে দিলিপ চন্দ্র (৫২) নামে এক ব্যাটারিচালিত রিকশা চালককে গলাকেটে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইয় হওয়া রিকশাটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাট শহরের হাতিল মাংনীপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে এনামুৱ হোসেন (২২) ও জয়পুরহাট শহরের বিহারি পাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে ইমান আলী (২০)।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর বিকেলে জেলার চানপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকসাসহ তাদের দুইজননে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহেদ আল মামুন জানান, ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় রিকশাসহ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই চক্রের সঙ্গে অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকালে জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর-গতনশহর সড়কের পাশে আখক্ষেতের পাশ থেকে অটোরিকশা চালক দিলিপ মহন্তের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রিকসা চালক দিলিপ জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দোগাছি পানিতলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।