নীলফামারীতে চাঞ্চল্যকর লিশাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
নীলফামারী’র কিশোরগঞ্জ চাঞ্চল্যকর কলেজ পড়–য়া খালিদ বিন লিশাদ হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি কর্মসুচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।গতকাল বৃস্পতিবার বিকালে স্কুল ছুটির পর কিশোরগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।এ মানববন্ধনে তাদের সহপাটি খালিদ বিন লিশাদ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফার ও দৃষ্টন্তমুলক শাস্তির দাবী করেন তারা।এ মানববন্ধন কর্মসুচী পালন শেষে উপজেলা নির্বাহীর অফিসারের মাধ্যমে সরাষ্ট্র উপদেষ্ঠা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থী মোতালেব হোসেন, জিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সরোওয়াদী গেনেট বাবু, এলাকাবাসী রায়হান পারভেজ রুপম, আব্দুল্লাহেল মামুন প্রমুখ।
উল্লেখ্য: (৯ অক্টোম্বর) সন্ধায় খালিদ বিন লিশাদ ওয়াজ শোনার কথা বলে বাড়ী থেকে বেড়িয়ে যায়।এরপর সে নিখোঁজ হয়।(১২ অক্টোম্বর ) কলেজ পড়–য়া খালিদ বিন লিশাদের মরাদেহ ¯্রােতশ্বীনি চাঁড়ালকাটা নদীর পানিতে ভাসতে দেখে এলাকাবাসী।পুলিশে খবর দিলে পুলিশ নদী থেকে লিশাদের মরাদেহ উদ্ধার মর্গে পাঠায়।ময়নাতদন্ত শেষে লিশাদের মরাদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে থানা পুলিশ। এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ গেলাম রব্বানীকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আর এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কিশোরগঞ্জ থানার তদন্ত অফিসার আব্দুল কুদ্দুস ।