লক্ষ্মীপুরে ৩০ হাজার মানুষকে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৪ বার পড়া হয়েছে
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে লক্ষ্মীপুরে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০ হাজার কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে কোডেক আঞ্চলিক কার্যালয়ে এই উপলক্ষে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সোহেল মো: শামছুদ্দীন ফিরোজ ।
সিনিয়র ব্যবস্থাপক (কোডেক) আবদুল মান্নান মোল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (সদর) নুর মোহাম্মদ কামরুল আলম, কৃষি কর্মকর্তা মো: কাওছার উদ্দিন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্য নিবার্হী কমিটির সদস্য মো: রবিউল ইসলাম খান প্রমুখ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সোহেল মো: শামছুদ্দীন ফিরোজ তার বক্তব্যে বলেন, সম্প্রতি অতিবৃষ্টি ও বন্যায় লক্ষ্মীপুরে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যান্য উপকরণের পাশাপাশি আমন ধান বেশীর নষ্ট হয়ে গেছে বর্তমানে ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকরা শীতকালিন সবজি, সয়াবিন, সরিষা চাষ করতে পারে এতে করে তারা সাময়িক ভাবে কিছুটা উপকৃত হবে। নিজেদের চাহিদা পাশাপাশি অতিরিক্ত পন্য বিক্রি করে লাভবান হতে পারে। কোডেক কৃষকদের শীতকালিন সবজি, ধান ব্রিজ ও সার প্রদান করছে আশা করি যাদের প্রদান করা হয়েছে তারা উৎপাদন করবে কোন কৃষক কৃষি বিভাগের সহযোগীতা চাইলে তাকে পরামর্শসহ সব ধরনের সহযোগীতা করা হবে।
কোডেকের সিনিয়র ব্যবস্থাপক আবদুল মান্নান মোল্লা বলেন, ৩০ হাজার পরিবার কোডের সুফলভোগীর মধ্যে আমরা ৩০ হাজার জনকে লাল শাক,২৬০০০ জনকে কুমড়ার ব্রীজ, ৩০০০ জনকে পালং শাক,১২০ জনকে ধানের ব্রীজ, ৪০ জনকে মরিচের ব্রিজ এবং ২০০০ জনকে সয়াবিন চাষ করার জন্য সার প্রদান করবো । আজকে আনুষ্ঠানিক ভাবে ৩০ জনকে সবজি ব্রিজ এবং ১০ জনকে ধানের ব্রিজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বাকীদের বিতরণ করার কাজ চলছে।