সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে হবিগঞ্জে অভিযান
ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজারজাত করণের বিরুদ্ধে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর বেলা হবিগঞ্জ জেলা প্রশাসক ড.ফরিদুর রহমানের নেতৃত্বে পরিবেশ বিরোধী পলিথিন বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি দোকান থেকে ৬৬ কেজি পলিথিন জব্দ করা হয় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এসময় সর্ব সাধারণকে সতর্কতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা কালে স্থানীয় সরকারের উপপরিচালক প্রভাংশু সোম মহান,একক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ পুলিশের একটি ফোর্স উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানান, এর এমন কার্যক্রম অব্যাহত থাকবে।