ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত বিভিন্ন মামলায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার (৯ নভেম্বর) পর্যন্ত ২৪ ঘন্টায় তাদের গ্রেফতার করা হয়।
এর মধ্যে শিশু নির্যাতন মামলায় ১জন, মাদক মামলায় ১জন, চুরি মামলায় ২জন,ওয়ারেন্ট মূলে ৪জন, ভ্রাম্যমাণ আদালতে ১জন ও পুলিশ আইনে (৩৪ধারা) ১জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ জানায়, মোট ১০জনকে গ্রেফতারের মধ্যে আলোচিত শিশু ধর্ষণ চেষ্টা মামলায় পৌর এলাকার চকচকা গ্রামের মোশারফ হোসেনের ছেলে আনোয়ার হোসেন সাদ্দাম (৩২) শনিবার সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয়। উপজেলার খয়েরবাড়ী ইউপির উত্তর লক্ষ্মীপুর গ্রামের জয়েব মার্ডির ছেলে গেরহিগুরী মার্ডিকে ২৫গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়। মোবাইল ফোন চুরির অপরাধে বেতদিঘী ইউপির মধ্যমপাড়ার জাফর আলীর ছেলে রায়হান কবির ও পৌর এলাকার গৌড়ীপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে সাগর কোকিলাকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মামলার ওয়ারেন্ট মূলে গোপালপুর আদিবাসী পাড়ার মৃত চুরকু মুর্মুর ছেলে বাবু লাই মুর্মু, মৃত দয়াল ঠাকুরের স্ত্রী সুমি মার্ডি, চুরকু মুর্মুর স্ত্রী মনিজা হেম্ব্রম, চকচকা বাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে মোদাছেরুল হাসান পলাশকে গ্রেফতার করা হয়েছে। একই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মান্না (২৮)কে পুলিশ আইনে (৩৪) ধারায় গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও মাদক সেবনের দায়ে পৌরএলাকার গৌরীপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. জীবনকে (১৯) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
ফুলবাড়ী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল জানান, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে গত ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান থাকবে।