ঢাবি ছাত্রলীগের সাবেক নেতা যবিপ্রবির সেকশন অফিসার গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
ছাত্রলীগের সাবেক নেতা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – যবিপ্রবির সেকশন অফিসার (রেজিস্ট্রার দফতরের সংস্থাপন প্রশাসন -১ এ কর্মরত) সাইফুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকার পুলিশ।
আজ রবিবার দুপুরে যবিপ্রবি ক্যাম্পাসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাইফুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আইন বিষয়ক সম্পাদক।
তার বিরুদ্ধে ২ সেপ্টেম্বর ঢাকার শাহবাগ থানায় ৫ শিক্ষার্থী হত্যা প্রচেষ্টার মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
যবিপ্রবির প্রক্টর আমজাদ হোসেন ড. ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার সাইফুর রহমানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে সাইফুর রহমানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের ট্যাগ দিয়ে ৫ ছাত্রকে রাতভর নির্যাতন করে এবং হল গেটে তাদের ফেলে রাখা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরিবর্তিত পরিস্থিতিতে গত ২ সেপ্টেম্বর নির্যাতনের শিকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাপ্পী মিয়া, মনোবিজ্ঞান বিভাগের ইব্রাহিম হোসেন, মেহেদি হাসান এবং আব্দুল গফফারের পক্ষে অপর নির্যাতিত মাসরুর বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় মামলা করেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঢাকার শাহবাগ থানার পুলিশ যবিপ্রবির ওই কর্মকর্তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।