ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে এসিআইয়ের ডিপো অফিসে ডাকাতি

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে নাইটগার্ডের মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত-মুখ ও পা বেঁধে প্রায় ১৫/২০ লাখ টাকা লুট করেছে ডাকাতরা। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরতলীর শেখহাটি বাবলাতলায় এসিআই কোম্পানির ডিপোতে এই ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ রবিবার সাড়ে ১১ টার দিকে যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ । 

গত রাতে এসিআই কোম্পানির ডিপো অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড সোহেল রানা ও সজীব কুমার জানান, ডাকাতরা একসাথে প্রাচীর টপকে ভেতরে ঢুকে পিস্তল ও চাপাতি নিয়ে তাদের উপর আক্রমণ করে। মাথায় অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে। পরে তাদের হাত, মুখ ও পা বেঁধে নিচতলার বাথরুমের পাশে ফেলে রাখে। তারা সকলেই কালো রঙের প্যান্ট, শার্ট ও মুখে মাস্ক পরা ছিল। 

প্রতিষ্ঠানের সিনিয়র ডিপো ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ভবনের এক ও দুইতলায় তাদের অফিস। সেখানে টাকা-পয়সা ও মালামাল থাকে। শনিবার রাতে সকলেই ঠিকঠাকভাবে বন্ধ করে যান। সকালে বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারেন এ ঘটনা। অফিসে এসে দেখেন, বিভিন্ন ক্যাশ বাক্স ভাঙা। ডাকাতরা ১৫ থেকে ২০ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন তিনি। এছাড়া অনেক ওষুধ নষ্ট হয়েছে, কিছু নিয়েও গেছে তারা। তবে, স্টক মেলানো হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান  বলেন, ডাকাতরা একতলা ও দুইতলার সব সিসি ক্যামেরা নষ্ট করেছে এবং ডিভিআরও নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। তিনতলার একটি সরকারি প্রতিষ্ঠানের ক্যামেরা থেকে কিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে ঘটনার বেশ কিছু চিত্র উঠে এসেছে। 

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে এসিআইয়ের ডিপো অফিসে ডাকাতি

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

যশোরে নাইটগার্ডের মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত-মুখ ও পা বেঁধে প্রায় ১৫/২০ লাখ টাকা লুট করেছে ডাকাতরা। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরতলীর শেখহাটি বাবলাতলায় এসিআই কোম্পানির ডিপোতে এই ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ রবিবার সাড়ে ১১ টার দিকে যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ । 

গত রাতে এসিআই কোম্পানির ডিপো অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড সোহেল রানা ও সজীব কুমার জানান, ডাকাতরা একসাথে প্রাচীর টপকে ভেতরে ঢুকে পিস্তল ও চাপাতি নিয়ে তাদের উপর আক্রমণ করে। মাথায় অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে। পরে তাদের হাত, মুখ ও পা বেঁধে নিচতলার বাথরুমের পাশে ফেলে রাখে। তারা সকলেই কালো রঙের প্যান্ট, শার্ট ও মুখে মাস্ক পরা ছিল। 

প্রতিষ্ঠানের সিনিয়র ডিপো ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ভবনের এক ও দুইতলায় তাদের অফিস। সেখানে টাকা-পয়সা ও মালামাল থাকে। শনিবার রাতে সকলেই ঠিকঠাকভাবে বন্ধ করে যান। সকালে বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারেন এ ঘটনা। অফিসে এসে দেখেন, বিভিন্ন ক্যাশ বাক্স ভাঙা। ডাকাতরা ১৫ থেকে ২০ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন তিনি। এছাড়া অনেক ওষুধ নষ্ট হয়েছে, কিছু নিয়েও গেছে তারা। তবে, স্টক মেলানো হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান  বলেন, ডাকাতরা একতলা ও দুইতলার সব সিসি ক্যামেরা নষ্ট করেছে এবং ডিভিআরও নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। তিনতলার একটি সরকারি প্রতিষ্ঠানের ক্যামেরা থেকে কিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে ঘটনার বেশ কিছু চিত্র উঠে এসেছে। 

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।