সাংবাদিক রশিদ হেলালী’র ১১তম মৃত্যুবার্ষিকী আজ
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রশিদ হেলালী’র ১১তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০১৩ সালের ৩১ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে আগামী রোববার মরহুমের রূহের মাগফেরাত কামনা করে জৈন্তাপুরে তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বর্ণাঢ্য জীবনের অধিকারী শিক্ষানুরাগী রশিদ হেলালীর একক প্রচেষ্ঠায় ১৯৯৫ সালে তাঁর পৈত্রিক মালিকানাধীন জায়গায় তাঁর পিতা তৈয়ব আলীর নামে প্রতিষ্ঠা করেন তৈয়ব আলী জেনারেল ও কারিগরি কলেজ।
পরবর্তীতে এ প্রতিষ্ঠান থেকে স্বতন্ত্র ৩টি প্রতিষ্ঠান গড়ে তুলেন। যেগুলো হলো জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ও তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট।
এছাড়াও তিনি জৈন্তাপুরে ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন, আমিনা- হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট, জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজ ও কানাইঘাটে হারিস চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানে গড়তে গিয়ে তিনি দীর্ঘ দিন বাংলাদেশ কারিগরি শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাংবাদিক রশিদ হেলালীর সম্পাদনায় ১৯৮৫ সালে সাপ্তাহিক জৈন্তা বার্তার যাত্রা শুরু। ১৯৯১ সালে জৈন্তা বার্তা দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। রশিদ হেলালীর সম্পাদনায় ১৯৯২ সালে ঢাকা থেকে জাতীয় সাপ্তাহিক স্বাধীন বাংলা নামে পত্রিকা বের হয় যা ১৯৯৩ সালে জাতীয় দৈনিক হিসেবে প্রকাশিত হয়।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের বাসিন্দা সাংবাদিক মোহাম্মদ রশিদ হেলালী বৃহত্তর জৈন্তিয়ার অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের জন্য ১৯৯১-১৯৯৩ সালে জৈন্তিয়া জেলা বাস্তবায়ন করার লক্ষ্যে জৈন্তিয়া জেলা বাস্তবায়ন আন্দোলন শুরু করেন। জেলা বাস্তবায়ন আন্দোলন করতে গিয়ে তাকে কারাবরণও করতে হয়েছিল।