জয়পুরহাটে ন্যায্য মূল্যে সবজি বিক্রি করছে মন্দির কমিটি
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
জয়পুরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। তাদের দুর্ভোগ লাঘব ও বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে- জয়পুরহাটে ভর্তুকি মূল্যে সুখের সবজি বাজার নামকরণ করে বিক্রি শুরু করেছে জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটি।
প্রতিদিন দুপুর আড়াইটা থেকে শহরের প্রধান ডাকঘর সংলগ্ন জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজকুমার খেতান ও ঋতুরাজ খেতান যৌথভাবে সবজি বিক্রি শুরু হয়।
এই সবজি বিক্রয় কেন্দ্রে স্থানীয় বাজারের চাইতে অপেক্ষাকৃত অনেক কম দামে আলু, বেগুন, পটল, বাঁধাকপি, ফুলকপি, কচু, মূলা, ঢেঁড়স, শসা, করলা প্রতি কেজি ৩০ টাকা, সিম, টমেটো, গাজর ও কাঁচামরিচ ৯০ টাকা কেজি, পেঁপে ও ঝিঙে ১০ টাকা কেজি, লাউ প্রতি পিস ১০ টাকা এবং কাঁচা কলা এক হালি (৪টি) ১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রচুর মানুষ এখান থেকে চাহিদা মতো সবজি নিয়ে যেতে দেখা গেছে। রিক্সা চালক মানিক দিন মজুর সোবহান দোকান কর্মচারী সুভাষ জানান বাজারের থেকে অনেক কম দামে খুব তরকারি কেনা যাচ্ছে। আমরা খুব খুশি এটা চলমান রাখার অনুরোধ জানান। সুখের সবজি বাজারে গিয়ে ভির লক্ষ্য করা গেছে।
প্রতিদিন দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে এ সবজি বিক্রয় কেন্দ্র।