আদমদীঘিতে আ’লীগ নেতা গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন আ’লীগ নেতা বিস্ফোরক আইনে রাজনৈতিক মামলার পলাতক আসামি মোবারককে আদমদীঘি থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মোবারক আলী প্রামাণিক (৪০) উপজেলার চাঁপাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত জাফর আলী প্রামাণিকের ছেলে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ৮ আগস্ট মোবারকের নেতৃত্বে উপজেলা আ’লীগের কয়েকজন কর্মী দল বেঁধে আদমদীঘি বাসস্ট্যান্ডে বিএনপি’র দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলা চালিয়ে আসবাবসহ যাবতীয় জিনিসপত্র ভাংচুর করে অগ্নি সংযোগ করে। পরে তার নামে মামলা হলে তখন থেকে মোবারক আত্মগোপনে চলে যায়। গতকাল রাতে আদমদীঘি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান আমার সংবাদকে বলেন, পরোয়ানা ভুক্ত আসামি মোবারক আলী এতোদিন পালিয়ে ছিলো। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।