সংবাদ শিরোনাম ::
হামলায় মৃত্যু ৪ মার্কিন প্রেসিডেন্টের
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যায় আমেরিকার পেনসিলভানিয়ায় এই হামলা চালানো হয়। এ ঘটনায় ট্রাম্পের কানে গুলি লেগেছে।
তবে আমেরিকার প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থীর ওপর হামলার ঘটনা নতুন নয়। এর আগে ওই ধরনের হামলার ঘটনা ঘটেছে এবং মারা গেছেন অনেকে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন বলছে, এখন পর্যন্ত চার জন মার্কিন প্রেসিডেন্ট আততায়ীর হামলায় নিহত হয়েছেন। আর হত্যাচেষ্টার পর বেঁচে গেছেন ৭ জন মার্কিন প্রেসিডেন্ট ও এক প্রেসিডেন্ট প্রার্থী।
আততায়ীর হাতে নিহত আমেরিকান প্রেসিডেন্টরা হলেন- জেমস এ গারফিল্ড, আব্রাহাম লিঙ্কন, উইলিয়াম ম্যাককিনলে এবং জন এফ কেনেডি।