৬ বিভাগে বইছে তাপপ্রবাহ, গরম আরও বাড়বে
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগসহ নীলফামারি ও রংপুর জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে। আগামী ৫ দিনে গরম আরও বাড়তে পারে।
রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, সোমবার (১৫ এপ্রিল) রাজশাহী, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা্ রয়েছে। সেই সাথে কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহে অব্যাহত থাকতে পারে। একই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে সামান্য বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে, আগামী পাঁচদিনের পূর্বাবাসে বলা হয়, এই সময়ে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বৃষ্টিও হতে পারে।