সংবাদ শিরোনাম ::
১৭৭ বিজিপি সদস্যকে শিগগিরই ফেরত পাঠানো হবে
খাগড়াছড়ি প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ১৭৭ সদস্যকে শিগগিরই প্রত্যাবর্তন করা হবে।
শুক্রবার (২২ই মার্চ) বিকেলে খাগড়াছড়ির রামগড়ে বিজিবি স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিজিপি সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানো হবে। আগে যেভাবে ফেরত পাঠানো হয়েছে সেভাবেই পাঠানো হবে।
এ সময় বিজিবি প্রধান বিজিবি স্মৃতিস্তম্ভ এলাকায় সীমান্তবর্তী ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।