সংবাদ শিরোনাম ::
১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায়, ফাইনালে কলম্বিয়া
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
১৫ বারের কোপাজয়ী উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া। তাদের সঙ্গী আর্জেন্টিনা। সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারালো কলম্বিয়া।
খেলার প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। উরুগুয়ে শেষবার কোপা জিতেছিলো ২০১১ সালে। ওই বছর ফাইনালে গোল করেছিলেন লুইস সুয়ারেজ। কলম্বিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার (১১ জুলাই) ৬৬ মিনিটের মাথায় নামানো হলেও গোল আসেনি।
ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলো উরুগুয়ে। কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধেই হেরে গেলো। ফলে কলম্বিয়ার হলুদ জার্সিধারিদের খেলতে হবে আর্জেন্টিনার বিরুদ্ধে। লিয়োনেল মেসির দল আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিলো। সোমবার ভোরে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।