সংবাদ শিরোনাম ::
‘১০টি নতুন বিমান কিনতে চায় সরকার’
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫২:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকার ১০টি নতুন বিমান কিনতে চায়। তবে প্রথমে ৪টি বিমান কেনা হবে। নতুন বিমান কেনার সেই প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
রোববার (৭ জুলাই) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে আলোচনা শেষে তিনি এ কথা জানান।
এ সময় বিমানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বোয়িং কেনার বিষয়ে আলোচনা করেছে। এয়ারবাস থেকেও ভালো প্রস্তাব এসেছে। বোয়িং কেনা না কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে কোন প্রভাব পড়বে না।
ফারুক খানবলেন, অতীতে একটি ব্রিটিশ ও আমেরিকান কোম্পানির মধ্যে বাংলাদেশে পণ্য বিক্রি নিয়ে এতো প্রতিযোগিতা দেখিনি। আমরা যেখান থেকে ভালো প্রস্তাব পাবো সেখান থেকে নেবো। এটা ঠিক যে এয়ারবাস নিয়ে আমাদের অনেক ভালো অফার রয়েছে।