হিট স্ট্রোকে একঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০১:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহে এক ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা আলমডাঙ্গা উপজেলার বেগুয়ারখাল গ্রামের বাসিন্দা।
সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় স্বামীর জন্য মাঠে ভাত নিয়ে যাওয়ার সময় এক নারীর মৃত্যু হয়। তার না্ম-আশুরা খাতুন (২৫)। এছাড়া একই দিন সকাল সাড়ে ১০টায় আয়েশা বেগম (৭০) নামে এক নারী মারা যান।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেগুয়ারখাল গ্রামের আনোয়ার হোসেন সোমবার (২২ এপ্রিল) সকালে মাঠে ক্ষেতে কাজ করতে যান। সকাল সাড়ে ৯টার দিকে তার স্ত্রী আশুরা খাতুন স্বামীর জন্য ভাত নিয়ে মাঠে যাচ্ছিলেন। পথিমধ্যে জমির আইলে আশুরা খাতুন পড়ে যান। এরপর মাঠের অন্য কৃষকরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। আশুরা-আনোয়ার দম্পত্তির ৭ বছরের এক মেয়ে রয়েছে।
একই দিন এর এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় একই গ্রামের আক্কাস আলীর স্ত্রী আয়েশা বেগম মারা যান।
এ বিষয়ে স্থানীয় চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, গত কয়েকদিনের তীব্র গরমে আয়েশা বেগম অসুস্থ হয়ে পড়েন। দু’জনই হিট স্ট্রোকে মারা গেছেন।