সংবাদ শিরোনাম ::
হিট অ্যালার্ট জারি: ৭ দিন স্কুল বন্ধের দাবি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
টানা ২৬ দিন ছুটি শেষে রোববার (২১ এপ্রিল) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এরমধ্যে সারা দেশে তীব্র তাপমাত্রা বয়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
শুক্রবার (১৯ এপ্রিল) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।
বিঞ্জপ্তিতে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুললে শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে। তাই সব শিক্ষা প্রতিষ্ঠান আরও ৭ দিনের জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানানো হলো।