হাতুড়ি পিটা করে সন্ত্রাসী সাগরের দুই পা ভেঙে দিলো দুর্বৃত্তরা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
যশোরে সন্ত্রাসী সাইফুল ইসলাম সাগর (৩৫)কে হাতুড়িপিটা করে দুই পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে যশোর শহরতলিব ভেকুটিয়া গ্রামে। আহত সাগর যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্র জানায়, সাইফুল ইসলাম সাগর এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ। ১০-১২ দিন আগে একটি অস্ত্র মামলায় জেল হাজত খেটে বাড়িতে আসে। স্বাভাবিক জীবন যাপন করছিলো। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এলাকার কিছু সন্ত্রাসী তাকে দুই পায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে জরুরি বিভাগের ডা. সুজাত হোসেন জানান, সাগর নামে এক রোগীকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। এ-ক্সরে করতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে তার দুই পায়ের হাড় ভেংগে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার( আর এম ও) বজলুর রশিদ টুলু বলেন, সাগরের অবস্থা খুবই আশংঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। তাকে এখন অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
যশোরের পুলিশ প্রধান( এসপি) জিয়াউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনা আমি শুনেছি। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ পাঠানো হয়েছে।