সংবাদ শিরোনাম ::
হাইকোর্টে গেলেন নিপুণ
বিনোদন প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ রিটটি করেন।
রিটে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। একই সাথে অনিয়মের তদন্ত চাওয়া হয়েছে। নিপুণের পক্ষে রিট আবেদন করেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। আর রাষ্ট্র পক্ষে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ এপ্রিল নির্বাচনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল।
সভাপতি পদে মিশা সওদাগর নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার।