সংবাদ শিরোনাম ::
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
এস এম শরিফুল ইসলাম, নড়াইল
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়ায় পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম-জাকারিয়া শেখ (৪৫)। তিনি লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার বুড়োর ছেলে।
জানা যায়,শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গোপালগঞ্জ সদর উপজেলার মিয়াবাড়ী গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকারিয়া শেখকে চায়ের দোকান থেকে গ্রেফতার করে।
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় এ বিষয়ে বলেন, হত্যা মামরার আসামি জাকারিয়া শেখ গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবত ভারতে পলাতক ছিল। শনিবার (২৫ মে) সকালে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।