সংবাদ শিরোনাম ::
হজে গিয়ে ১২ বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ এস.কে আরিফুল ইসলাম (৫৭) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। শুক্রবার (৭ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন ৬৭ হাজার ১৩৮ জন হজযাত্রী। মোট ১৭২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯০টি। সৌদি এয়ারলাইনসের ৫৬টি। ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬২ হাজার ৫৮৮ জন হজযাত্রী সৌদি গেছেন।