একদিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৬৩০ টাকা বাড়ানো হয়েছে। এর এক ভরি স্বর্ণ কিনদে লাগবে এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকা।
এর আগে যা ছিলো এক লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিঞ্জপ্তিতে বাজুস জানায়, দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এর অবস্থায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকেই নতুন দাম কার্যকর করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ১৪ হাজার ৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক স্বর্ণের ভরি ৯৭ হাজার ৭০৯ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৭৮ হাজার ৬৬২ টাকা । তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।