স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা হবে পূর্ণ নম্বরে
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
চলতি বছরের এইচএসসি পরীক্ষা চার দফায় পেছানোর পর সর্বশেষ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। তবে স্থগিত হওয়া পরীক্ষা সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (১২ আগস্ট) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন-সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার (১১ আগস্ট) প্রচারিত হয়। আসলে ওই বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়। এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত পরীক্ষার সময়সূচি জানিয়ে দেয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুন সারাদেশে শুরু হয় এইচএসসি পরীক্ষা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।