স্কুল বন্ধের আদেশ, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে স্কুল খোলা রাখার প্রজ্ঞাপনও স্থগিত করা হয়। এদিকে, শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের আদেশের কপি হাতে পেলে সিদ্ধান্ত জানানো হবে। রোববার (১০ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানিয়েছেন।
বার্তায় জানানো হয়েছে, এখনো রায়ের কপি পাওয়া যায়নি। রায়ের কপি পেলে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার সকালেই এক রিটের প্রেক্ষিতে রমজানের প্রথম দিন থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ দেন হাইকোর্ট। রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার বিষয়ে সরকারি প্রজ্ঞাপনের বিপরীতে এই রিটটি দায়ের করা হয়েছিল।
রোজায় বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল: হাইকোর্ট রোজায় বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল: হাইকোর্ট
পরে রিট শুনানি শেষে বিচারপতি কামরুল কাদের ও খিজির হায়াত এ আদেশ দেন।
গত ৮ ফেব্রুয়ারি আলাদা দুই প্রজ্ঞাপনে প্রাথমিক স্কুল রমজানের প্রথম ১০ দিন ও মাধ্যমিক স্কুল ১৫ দিন খোলা রাখার প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট করেন আইনজীবী মাহমুদা খানম।