‘সেন্ট মার্টিন নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার’
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেন্ট মার্টিনে যেভাবে গোলাগুলি হচ্ছে এটি বাংলাদেশের জন্য হুমকি। দুর্ভাগ্যের বিষয় দেশের সার্বভৌমত্বের বিষয়টি সরকারের কাছে কোন কিছুই মনে হচ্ছে না। এ বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি। সার্বভৌমত্ব রক্ষায় এ সরকার কোন উদ্যোগ নিচ্ছে না। বিদেশের উপরে নির্ভর করেই এ সরকার টিকে আছে আর সে কারণেই সেন্ট মার্টিন বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সব দলগুলোকে নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এ সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আপনাদের কাজ হচ্ছে বিএনপি’র ছিদ্র খুঁজে বের করা। আওয়ামী লীগের ছিদ্র খুঁজে বের করতে পারেন না।
রোববার (১৬ জুন) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে বিএনপি’র নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই সরকার লুট করে দেশের সমস্ত সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে। ব্যাংকগুলো লুট করে শেষ করে দিয়েছে। সরকারের কর্মকর্তা কর্মচারীরা মনে করেছিলেন আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে টিকে থাকবে। এভাবে টিকে থাকা যায় না আজিজ এবং বেনজির তার প্রমাণ।
গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সব দলগুলোকে নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এ সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আপনাদের কাজ হচ্ছে বিএনপি’র ছিদ্র খুঁজে বের করা। আওয়ামী লীগের ছিদ্র খুঁজে বের করতে পারেন না। যারা স্বাধীনতাকে ধ্বংস করল তাদের চিত্রগুলো খোঁজেন লেখালেখি করেন আপনাদের মধ্যে অনেকেই তাদের বিরুদ্ধে লিখতে সাহস পান না।