সেতু ভবনে হামলা: খালেদার উপদেষ্ঠা ফরহাদ রিমান্ডে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
সেতু ভবনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির চেয়ারপার্সনের খালেদা জিয়ার উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩ আগস্ট) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রামপুরা ভবনে ব্যাপক হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার (৩ আগস্ট) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আতাউল্লাহ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার (২৭ জুলাই) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।