সংবাদ শিরোনাম ::
সুপারশপে পলিথিন ও পলি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না। বিকল্প হিসেবে সব সুপারশপে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা যাবে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে এক সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সব সুপারশপের সাথে সভা করে পাটের শপিং ব্যাগ এর সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, পরিবেশ অধিদপ্তর ESDO এর সাথে মিলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিকল্প পরিবেশবান্ধব উপাদানে তৈরি পাট/ বস্ত্রের ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করবে। মেলায় সুপার শপের কর্তৃপক্ষ এবং উৎপাদনকারীরা নিজেদের চাহিদা এবং সরবরাহর বিষয়ে আলোচনা করতে পারবে।