সংবাদ শিরোনাম ::
সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজন মারা গেছেন।নিহতের নাম- সোলাইমান মোল্লা (৪৫)। শেখ হাসিনা বার্ন ইউনিটে শুক্রবার (১৫ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মারা যাওয়া সোলাইমানের শরীর ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গত বুধবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৩৫ জন দগ্ধ হন। এরমধ্যে ৩২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা সকাই আশঙ্কাজনক। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।