সালথায় পূজা কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথায় পূজা উদযাপন কমিটির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সালথা উপজেলা শাখার সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী (নসরু) ভাওয়াল ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মুকুল হোসাইন, বল্লভদি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান,আটঘর ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা কমিটির সদস্য লিয়াকত হোসাইন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক বাবু অনন্ত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বাবু পুল্লাদ শীল,উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বিপুল কুমার বারই , সদস্য সুব্রত বারই প্রমুখ।